শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১৫ থেকে ২০জন নিখোঁজ

  • আপডেট: ০৪:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ৩১

ছবি-সংগৃহিত।

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ছোট যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

রবিবার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এখনো পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও প্রায় ২০ থেকে ৩০ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী কাগো জাহাজ এমভি রূপসী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

কিস্তির আসায় হাজীগঞ্জ থেকে কয়েক শতাধিক নারী-পুরুষ গেলো ঢাকায়!

শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১৫ থেকে ২০জন নিখোঁজ

আপডেট: ০৪:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ছোট যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

রবিবার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এখনো পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও প্রায় ২০ থেকে ৩০ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী কাগো জাহাজ এমভি রূপসী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।