শ্বশুড় বাড়ি যাওয়ার পর থেকে ৪ দিন ধরে নিখোঁজ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার মোঃ আবুল হোসেন মৃধার ছেলে মােঃ হান্নান মৃধা (৩৭)।
হাান্নান গত ১ মার্চ দুপুর ১টার পর তার শ্বশুড় বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রধানিযা বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন।
হান্নান নিখোঁজ হওয়া পর তার আত্মীয় স্বজন অনেক খোঁজা খুজি করে না পেয়ে গত ২ মার্চ বুধবার রাতে চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করে।
স্বজন সূত্রে জানা যায়, নিখোঁজ হান্নান শ্বশুরবাড়িতে বাচ্চাকে খাবার দিতে যাওয়ার দুই ঘন্টার পর থেকে তার সাথে যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্বজনরা। হান্নানের স্বজনরা শ্বশুড় বাড়ির সাথে যোগাযোগ করলে শ্বশুড় বাড়ির লোকজন বলে আমাদের বাড়িতে হান্নান এসেছিল, দুই ঘন্টা বাড়িতে ছিল, এরপর সে চলে যায়।
নিখোঁজ হান্নানের বয়স ৩৭, উচ্চতা ৫ ফিট, গায়ের রং ফর্সা, মুখে চাপ দাঁড়ি দৃশ্যমান। কোন স্বহৃদয়বান ব্যক্তি হান্নানের সন্ধ্যান পেয়ে থাকলে যােগাযােগঃ মােঃ অন্তর মিয়াজী, বিষ্ণুদী রােড, ১৫নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর
০১৬৩২২৩০৭৭৪||
এ বিষয়ে নিখোঁজ হান্নানের বড় ভাই কামাল হোসেন মৃধা বলেন, বছর ছয়েক আগে শহরের ব্যাংক কলোনীতে ভাড়া বাসায় বিয়ে হয়। তার চার বছরের একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকে আমার ভাইয়ের শ্বশুড় বাড়ির পরিবারের সাথে ঝামেলা যাচ্ছে। হান্নানের শ্বশুড় বাড়ির সাথে মনোমানিল্যের কথাও স্বীকার করেন তার ভাগিনা অন্তর মিয়াজী।
নিখোঁজ হান্নানের স্বজনরা তাকে খুঁজে পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
Write to অভিজিৎ রায়