চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছু আগে ফরিদগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বালিথুবা ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পাইকদী খেয়াঘাট এলাকার ডাকাতিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারীর বয়স আনুমানিক ১৮ বছর।
স্থানীয়রা জানায়, দুপুরের পর মরদেহটি ভাসতে ভাসতে নদীর তীরে আসলে স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে তারা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর সদর নৌ পুলিশ থানার পুলিশ সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।