বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র (ইন্টার ন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফুল ইসলাম। গত ২৬ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।
জানা যায়, এনটিভিতে যোগদানের আগে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ইউএস বাংলা গ্রুফের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ও আমিন মোহাম্মদ গ্রুফের সহযোগি প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলো’র চাঁদপুর প্রতিনিধি হিসেবে অত্যান্ত দতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি প্রায় এক যুগ ধরে চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর প্রবাহ’ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
এছাড়াও শরীফুল ইসলাম চাঁদপুরের সাংস্কৃতি, সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁদপুর প্রেসকাবের সাধারণ সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুরের প্রখ্যাত নাট্যগোষ্ঠির সহ-সাংগঠনিক ও নিরাদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির কার্যকরী সদস্য এবং স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠান সভাপতি।
পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে শরীফুল ইসলাম চাঁদপুর জেলা ও উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের মানুষ পূর্বের ন্যায় সহযোগিতা কামনা করেছেন।