অবশেষে চাঁদপুরের মুনিরা ভবনের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার (১২ই জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ শুরু হয়।
প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি পায়নি দলটি। তারপরও বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে তারা।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠের প্রশাসনিক অনুমতি না পাওয়ায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনের বিশাল জায়গা জুড়ে অনুষ্ঠিত হবে জেলা বিএনপির এই গণসমাবেশ শুরু হয় বিকাল ৩টা।
এর পূর্বে দুপর ১২ থেকেই বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার আবদুস সালাম।
সমাবেশের সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।