• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১

দেশে ১০ সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

প্রতিকি ছবি

গত ২৪ ঘণ্টায় ৫০৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে মৃত্যুও। গত ১০ সপ্তাহের মধ্যে একদিনে এই শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। গত ১৩ অক্টোবর এর চেয়ে বেশি ৫১৮ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। গতকাল (২৯ ডিসেম্বর) একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!