সায়মা ওয়াজেদের জন্মদিন আজ

  • আপডেট: ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৩২

আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার মেয়ে । আজকের এই দিনে ৯ ডিসেম্বর ১৯৭২ সালে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি সারা বিশ্বে অটিস্টিক শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি ও ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ২০০৮ থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করছেন সায়মা।

২০১১-তে তার উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৩ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য তিনি। তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৪ তে সায়মা ওয়াজেদকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :
সর্বাধিক পঠিত

ব্রাহ্মণ সম্প্রদায়ের ছেলে নিম্নবংশ মেয়েকে বিয়ে করায় মৃত মায়ের সৎকারে বাধা

সায়মা ওয়াজেদের জন্মদিন আজ

আপডেট: ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার মেয়ে । আজকের এই দিনে ৯ ডিসেম্বর ১৯৭২ সালে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি সারা বিশ্বে অটিস্টিক শিশু অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি ও ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ২০০৮ থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করছেন সায়মা।

২০১১-তে তার উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৩ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য তিনি। তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৪ তে সায়মা ওয়াজেদকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।