নিজস্ব প্রতিনিধি ॥
দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে গত ২৬ অক্টোবর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় রামপুর আল মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান রাসেল গাজী নৌকা মার্কায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যার ফলে ওই দুই ইউনিয়নে আজ সাধারণ ইউপি ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ভোটগ্রহণ হয়।
রাত সাড়ে ৯টায় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বেসরকারিভাবে ৭ ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানাগেছে, আশিকাটি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বিল্লাল হোসেন পাটওয়ারী পেয়েছেন ৬৯৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাতফাখা পেয়েছেন ৩৬২৪ এবং চশমা মার্কা ৯২৩ ভোট।
শাহমাহমুদপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী নান্টু পাটওয়ারী পেয়েছেন ৫৬৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী টেলিফোন মার্কা পেয়েছেন ৪৪১৫, আনারস মার্কা ২১৩১ এবং হাতপাখা ৯৪২ ভোট।
মৈশাদি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭০৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস মার্কা পেয়েছেন ৩৯৬ এবং হাতপাখা ৩২০ ভোট।
বিষ্ণুপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শামীম খান পেয়েছেন ১১৬৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাত পাখা মার্কা পেয়েছেন ১৫১১ এবং আনারস মার্কা ৭৭৮ ভোট।
বাগাদি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মো. বেলায়েত হোসেন পেয়েছেন ৮৯৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী চশমা মার্কা পেয়েছেন ৩২৭৯, হাতপাখা ১১৭৯, আনারস মার্কা ৫৩২ ভোট এবং গোলাপ ফুল ১৬১ ভোট।
বালিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী রফিকুল্যা পাটওয়ারী পেয়েছেন ৭৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী টেলিফোন মার্কা পেয়েছেন ২৫২০, চশমা মার্কা ২২৫৫, হাতপাখা ১৯০০ এবং আনারস মার্কা ২৩ ভোট।
চান্দ্রা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারী পেয়েছেন ৯৮৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস মার্কা পেয়েছেন ২৯৩৫, ঘোড়া মার্কা ১৬৩ এবং হাতপাখা ২১৪১ ভোট।