চাঁদপুর সরকারি মহিলা কলেজের ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ সংক্রান্ত এক সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান।
ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভ‚গোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন।
উপস্থাপিত প্রবন্ধের উপর মূল আলোচনা করেন অত্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা।
মূল প্রবন্ধে ড. মোঃ মাসুদ হোসেন ‘সামাজিক যোগাযোগ মাধ্যম কী, এর সুবিধা ও অসুবিধাসমূহ; সাইবার অপরাধ কী, এর ধরণ, সাইবার অপরাধ থেকে প্রতিকারের উপায়; এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮- এর বিভিন্ন ধারা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীসহ সবাইকে সতর্ক থাকতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জানতে হবে এবং এই আইনের আওতায় যেন কোনো অপরাধ সংঘঠিত না হয় সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশিকা-২০১৯ অনুসরণ করার সংশ্লিষ্ট সকলকের প্রতি অনুরোধ জানান।” বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা প্লেজারিজম সর্ম্পকে বিস্তারিত আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের এ সর্ম্পকে সচেতন হবার আহবান জানান। সেমিনারে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।