চাঁদপুরে দু’টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: ০৮:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৩১

নিজস্ব প্রতিনিধি ॥

নোংড়া পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পন্য ও প্যাকেটে মূল্য না থাকায় চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার ও মেট্টো ব্রেড নামে দু’টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার বিশেষ অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে বাবুরহাট এলাকায় বাজার দারকি কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করার দায়ে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরো বলেন, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য এবং বিএসটিআই লাইসেন্স না থাকায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং বিস্কুটের প্যাকেটে মূল্য না থাকার কারণে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এবং খাদ্যে মান নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান চলমান থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে দু’টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ০৮:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥

নোংড়া পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পন্য ও প্যাকেটে মূল্য না থাকায় চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার ও মেট্টো ব্রেড নামে দু’টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার বিশেষ অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে বাবুরহাট এলাকায় বাজার দারকি কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করার দায়ে দুই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরো বলেন, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য এবং বিএসটিআই লাইসেন্স না থাকায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং বিস্কুটের প্যাকেটে মূল্য না থাকার কারণে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এবং খাদ্যে মান নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান চলমান থাকবে।