মতলবে পানিতে ডুবে চার বছরের দুই শিশুর মৃত্যু

  • আপডেট: ০৭:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • ০ Views

মতলব প্রতিনিধিঃ

মতলবে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন ও জান্নাত নামে ৪ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঐ দুই শিশুর মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ির সিরাজ খান ও ইসমাইল খানের সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায়, ২০ অক্টবর সকালে মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ীর সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন(৪) ও ইসমাইল খাঁনে মেয়ে জান্নাত (৪) সকলের অগোচরে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায় । বাড়ীর লোকজন তাদের খোজে না পেয়ে পাশের পুকুরে নেমে খোজতে থাকেন এবং তাদের চাচা নাসির ডুবম্ত অবস্হায় পানি থেকে উদ্ধার করেন। পড়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডা. প্রোপেন তাদের মৃত ঘোষনা করেন ।

মৃত ইয়ামিন দুই ভাইয়ের মধ্যে ছোট এবং জান্নাত দুই বোনের মধ্যে ছোট। তারা সম্পর্কে চাচাতো জেঠাত ভাই বোন ।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

মতলবে পানিতে ডুবে চার বছরের দুই শিশুর মৃত্যু

আপডেট: ০৭:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১

মতলব প্রতিনিধিঃ

মতলবে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন ও জান্নাত নামে ৪ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঐ দুই শিশুর মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ির সিরাজ খান ও ইসমাইল খানের সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায়, ২০ অক্টবর সকালে মতলব উত্তর উপজেলার রামপুর খাঁন বাড়ীর সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন(৪) ও ইসমাইল খাঁনে মেয়ে জান্নাত (৪) সকলের অগোচরে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে যায় । বাড়ীর লোকজন তাদের খোজে না পেয়ে পাশের পুকুরে নেমে খোজতে থাকেন এবং তাদের চাচা নাসির ডুবম্ত অবস্হায় পানি থেকে উদ্ধার করেন। পড়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডা. প্রোপেন তাদের মৃত ঘোষনা করেন ।

মৃত ইয়ামিন দুই ভাইয়ের মধ্যে ছোট এবং জান্নাত দুই বোনের মধ্যে ছোট। তারা সম্পর্কে চাচাতো জেঠাত ভাই বোন ।