সাইফুল ইসলাম সুমন ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। পূর্বে কোনো সরকার প্রাথমিক খাতে কোনো উন্নয়ন করেননি।
তিনি আরো বলেন, জনপ্রতিধিকে দূরে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। একটি মামলায় জেলে থাকা কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে মুক্ত করে জনগনের মাঝে ফিরিয়ে আনা হবে। তিনি আজ রবিবার উপজেলার খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউপি সদস্য সফিউল্যাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খানের পরিচালনায় এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, ইউএনও দীপায়ণ দাস শুভ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির,এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম তালকুদার,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে তিনি এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও কচুয়া পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এদিকে অনেক দিন পর ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির কচুয়ার আগমনকে ঘিরে কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা থেকে কচুয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন মিছিলে মিছিলে শুভেচ্ছা জানান।