সাইফ:
চাঁদপুরে ২ পুলিশসহ আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শাহরাস্তির ৪জন, কচুয়ার ২জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন।
নতুন ৭জন’সহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪জনে।
শাহরাস্তি ৪জনের মধ্যে শাহরাস্তি থানার পুলিশের এক এসআই ও এক নারী কনেস্টবল রয়েছে। এ ছাড়াও গত ৬ জুন রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসেলোশনে নিহত একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পল্লী চিকিৎসক ডা. মো. আবদুল মমিনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আরেকজন হলো এক ক্ষুদ্র ব্যবসায়ী।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব জানা গেছে। সূূত্র জানায় বুধবার ৫৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি পজেটিভ, বাকীগুলো নেগেটিভ।
সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, শাহরাস্তিতে ২৩জন, মতলব দক্ষিণে ২২জন, হাজীগঞ্জে ২৩জন, কচুয়ায় ১৮জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ১০জন।
এছাড়াও জেলায় মৃত্যুর সংখ্যা একজন বেড়ে দাঁড়িয়েছে ২৪জনে। উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ২জন