বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মুন্সী (৭০) মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা স্কয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চাঁদপুরে এই প্রথম করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে কোনো জনপ্রতিনিধি মারা গেলেন।
তিনি গত ৩১ মে ঢাকার স্কয়ার হাসপিটালে ভর্তি হন এবং একই দিন উনার নমুনা নেয়া হয়। পরদিন ১ জুন উনার করোনা ভাইরাস পজিটিভ আসে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন) উনার মৃতদেহ কচুয়া উপজেলায় আনা হবে এবং উনার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানাগেছে।