কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র সাফিন (১৫) ও বেকারীর মালিকের ভাই শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে কচুয়া উপজেলার উত্তর পালাখাল মোড় সংলগ্ন চাংপুর তানিয়া বেকারীতে থাকা গাড়ি বের করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে শুক্রবার বিকালে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাফিন বিদ্যালয়ের টিনের চালে বল নামাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুবরণ করে। সে প্রসন্নকাপ গ্রামের খলিলুর রহমান প্রধানের ছেলে