অনলাইন ডেস্ক:
পতিত জমি অনাবাদী থাকলে সরকারের দখলে নেয়ার গণবিজ্ঞপ্তি জারি করেছে ফরিদপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর নিজ দখলীয় ও মালিকানাধীন পতিত জমি বা অনাবাদী থাকলে তা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২(গ) ধারা মোতাবেক সরকারের দখলে (খাস) নেয়ার বিধান রয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে জেলার সব সহকারী কমিশনারগণকে (ভূমি) নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে বলা হয়, মালিকানাধীন জমি খাস হওয়া থেকে রক্ষা করতে সেখানে অনতিবিলম্বে কোনো না কোনো খাদ্যশস্য রোপণ করার অনুরোধ করা হচ্ছে। অন্যথায় বিধিমোতাবেক একতরফা ব্যবস্থা নেয়া হবে।