বিশেষ প্রতিনিধি॥
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান ওরফে সোহাগ খান (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মোরশেদুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাশেদ তাকে অভিযান চালিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামী হামিদুর রহমান সোহাগ সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকার মো. সিরাজুল ইসলাম খানের ছেলে। প্রধান আসামীসহ এই পর্যন্ত এই মামলার ৪জন আসামী গ্রেফতার হয়েছে। এর আগে গত ২০ মে ভোরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপর তিন আসামী মো. মুনসুর খান মোস্তফা খান কালু ও মো. সুমন খানকে কুমারডুগি এলাকা থেকে গ্রেফতার করেন।
মঙ্গলবার আদালত ওই ৩ আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোহাগ খান গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, আসামীকে আগামীকাল বুধবার সকালে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৮ মে দিনগত রাতে কুমারডুগি নিজ বাড়ীতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে পথিমধ্যে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।