দু’দিনের মাথায় আবারো চাঁদপুর বন্দর কর্মকর্তা বদলি

  • আপডেট: ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • ২৬

শরীফুল ইসলাম।।

মাত্র দুই দিনের মাথায় আবারো চাঁদপুর বন্দর কর্মকর্তা পরিবর্তন করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার বিষয়টি নিশ্চত হওয়া যায় নবনিযুক্ত বন্দর কর্মকর্তা কাউসারুল আলমের কাছ থেকে।

চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৃতীয় দিনেরমতো  যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর টার্মিনাল ত্যাগ করেছে। এ সময় লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের অবস্থান করতে দেখা যায়নি। এসকল নিয়ম নিয়ন্ত্রন করতে না পারায় চাঁদপুর বন্দর কর্মকর্তা পরিবর্তন করা হয়।

এদিকে প্রথম দিকে এসব লঞ্চের কয়েকটিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের প্রবেশ করতে দেখা গেলেও পরে বাড়তি যাত্রীর চাপের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি।

চাঁদপুরে করোনা পরিস্থিতির প্রথমদিন স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করায় বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছিল আবুল বাসার মজুমদার নামে একজনকে। মাত্র দুইদিনের মাথায় তাকেও পরিবর্তন করা হয়। এসব ব্যবস্থাপনা নিয়ে হজবরল অবস্থা দেখা দিয়েছে চাঁদপুর নৌ বন্দরে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

দু’দিনের মাথায় আবারো চাঁদপুর বন্দর কর্মকর্তা বদলি

আপডেট: ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

শরীফুল ইসলাম।।

মাত্র দুই দিনের মাথায় আবারো চাঁদপুর বন্দর কর্মকর্তা পরিবর্তন করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার বিষয়টি নিশ্চত হওয়া যায় নবনিযুক্ত বন্দর কর্মকর্তা কাউসারুল আলমের কাছ থেকে।

চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৃতীয় দিনেরমতো  যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর টার্মিনাল ত্যাগ করেছে। এ সময় লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের অবস্থান করতে দেখা যায়নি। এসকল নিয়ম নিয়ন্ত্রন করতে না পারায় চাঁদপুর বন্দর কর্মকর্তা পরিবর্তন করা হয়।

এদিকে প্রথম দিকে এসব লঞ্চের কয়েকটিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের প্রবেশ করতে দেখা গেলেও পরে বাড়তি যাত্রীর চাপের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি।

চাঁদপুরে করোনা পরিস্থিতির প্রথমদিন স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করায় বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছিল আবুল বাসার মজুমদার নামে একজনকে। মাত্র দুইদিনের মাথায় তাকেও পরিবর্তন করা হয়। এসব ব্যবস্থাপনা নিয়ে হজবরল অবস্থা দেখা দিয়েছে চাঁদপুর নৌ বন্দরে।