নতুনেরকথা ডেস্ক:
কুমিল্লায় বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট স্কাউট পদক প্রাপ্ত মো.বাঁধনের উপর হামলা ও হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা।এসময় তাকে বাঁচাতে এসে হামলার সম্মুখীন হয় তার বাবা। গুরুতর অবস্থায় তার বাবাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
বাঁধন জানান, দীর্ঘ ৬ বছর ধরে কাকাদের (অভিযুক্ত জাকির হোসেন ও আক্তার হোসেন ) সাথে জমি জামা নিয়ে ঝামেলা যাচ্ছে। কাকারা আমার দাদীর দেখভাল করা তো দূরে থাক, উল্টো জমিজামার জন্য দাদীর উপর মানসিক নির্যাতন চালায়। এসময় আমার বাবা দাদীকে নিয়ে আসে এবং কাকাদের এসব নিয়ে ডাক দেয়।এরপর থেকে আমার বাবার(বশির আহম্মেদ) উপর একের পর এক হামলা চালাতে লাগে তারা। গত তারিখ ৩০/০৫/২০২০, আনুমানিক দুপুর ২.০০ টার সময়।চান্দিনা আলীকামোড়া পূর্ব দক্ষিন পাড়া ইমামে রাব্বানী মার্কেটের রাস্তার সামনে কাকারা আমার উপর হামলা চালায়। এসময় আবার বাবা হাক ডাক শুনতে পেরে আমাকে বাঁচাতে ছুটে আসে, তখনই তারা আমার বাবার উপর হত্যাচেষ্টা চালায় এবং আমাকে হত্যার হুমকি দিয়ে যায়।অতঃপর আশপাশের লোকজন এসে আমাকে এবং আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আমরা এখন হত্যার ভয়ে পালিয়ে জীবনযাপন করছি।
নতুনেরকথাকে বাঁধনের পরিবার জানায়, আমরা ৩১/৫/২০২০ তারিখে চান্দিনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করি। পুলিশ আমাদের আশ্বস্ত করে ন্যায় বিচারের দেওয়ার। কিন্তু এরপরও প্রতিনিয়ত আমাদেরকে মোবাইলে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা সবাই এখন হত্যার ভয়ে পলাতক আছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একারনে আমারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।