কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় জমিজমা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিশৃংসভাবে খুন হওয়ায় হাফেজ এনামুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার কচুয়া জামেয়া আহমেদিয়া ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ এনামুল হকের পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহÑসভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় ছেলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ এনামুল হকের বাবা হাজী মো: মুজিবুল হক।
হাফেজ এনামুল হকের হত্যার ঘটনায় ২৪ঘন্টা পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া জামেয়া ইসলামিয়া আহমেদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব, মুফতি মাও. মাহবুবুর রহমান, নিহতের ভগ্নিপতি বশির আহমেদ, চাচা জসিম উদ্দিন, চাচাতো ভাই নোমান শিকারী,ইব্রাহিম,নূরুল ইসলাম,হাফেজ ইব্রাহিম প্রমুখ।
এঘটনায় তার বাবা হাজী মুজিবুর রহমান বাদী হয়ে ১৬জনকে আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।