• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৩০ মে, ২০২০

ফেইসবুকে ক্ষমা চেয়ে পোস্টের ২ঘন্টার মধ্যে চলে গেলেন ফরিদগঞ্জের সাংবাদিক হাছনাত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি:

নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

আবুল হাসনাত খান (৫২) দৈনিক বাংলাদেশের সমাচার পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদগঞ্জ উপজেলা সদরের ওয়াপদা এলাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট বেড়ে গেলে শুক্রবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এর আগে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাংবাদিক আবুল হাসনাত নিজের ব্যাক্তিগত ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘আমার অবস্থা ভলো না। আমাকে সবাই মাফ করে দিবনে। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর জানান, সাংবাদিক আবুল হাসনাতের গত দুদিন ধরে জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করে এবং স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!