কচুয়ায় ডায়াগণস্টিক সেন্টারে আগুন চিকিৎসক দগ্ধ

  • আপডেট: ০৩:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • ৩৫

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় এক চিকিৎসক দগ্ধ হয়েছেন বলে জানা জানা গেছে।

বুধবার রাতে উপজেলার মেঘদাইর কেয়ার কেয়ার প্যাথলজি অ্যান্ড ডক্টরস চেম্বার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় ল্যাবে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

দগ্ধ চিকিৎসকের নাম ডা. হরিপদ দে পলাশ দে। তার হাত ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জানা যায়, বুধবার রাতে ওই হাসপাতালের দ্বিতীয় তলায় ল্যাবে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। দ্রুত দরজা ও জানালার পর্দায় আগুন ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় ল্যাবে অবস্থানকারী ডা. হরিপদ দে পলাশ দগ্ধ হন।

পরিচালক ডা. গুরুপদ দে (জুয়েল) জানান, আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে হাসপাতালের ল্যাবে আগুন ধরে যায়। ল্যাবের সব যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে আমার ভাই অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ায় ডায়াগণস্টিক সেন্টারে আগুন চিকিৎসক দগ্ধ

আপডেট: ০৩:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় এক চিকিৎসক দগ্ধ হয়েছেন বলে জানা জানা গেছে।

বুধবার রাতে উপজেলার মেঘদাইর কেয়ার কেয়ার প্যাথলজি অ্যান্ড ডক্টরস চেম্বার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় ল্যাবে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

দগ্ধ চিকিৎসকের নাম ডা. হরিপদ দে পলাশ দে। তার হাত ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জানা যায়, বুধবার রাতে ওই হাসপাতালের দ্বিতীয় তলায় ল্যাবে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। দ্রুত দরজা ও জানালার পর্দায় আগুন ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় ল্যাবে অবস্থানকারী ডা. হরিপদ দে পলাশ দগ্ধ হন।

পরিচালক ডা. গুরুপদ দে (জুয়েল) জানান, আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে হাসপাতালের ল্যাবে আগুন ধরে যায়। ল্যাবের সব যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে আমার ভাই অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।