কচুয়া প্রতিনিধি ॥
প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে বেসকারী সংস্থা আশা কচুয়া সদর ব্রাঞ্চের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র কাছে ২০০ ব্যাগ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের কার্যালয়ে সামনে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
আশা কর্তৃক খাদ্যসামগ্রী সহায়তা হস্তান্তর কালে উপস্থিত ছিলেন,আশা এডিশনাল ও ডিভিশনাল ম্যানেজার একেএম সেলিম আল রেজা, চাঁদপুর সদরের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার মো. বশিরুল ইসলাম, কচুয়া অঞ্চলের আর.এম আমিনুল ইসলাম, কচুয়া -১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রুহুল আমিন, কচুয়া সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ার হোসেন,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. সফিউল আজম, লোন অফিসার আলা উদ্দিনসহ আশা-কচুয়া সদর-০১,০২ ব্রাঞ্চের বি.এম ও এবিএমগন উপস্থিত ছিলেন।