চাঁদপুর জেলায় ২হাজার ১শ’ পরিবারে আশার খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট: ১১:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
  • ৩৮

চাঁদপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সারাদেশের ন্যয় চাঁদপুর জেলায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও দরিদ্র পরিবারগুলোর সহযোগিতায় ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট দুই হাজার ১শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋনপ্রদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন (আশা) চাঁদপুর জেলা ও উপজেলা অফিস।

সোমবার (১১ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জন্য বরাদ্দ ৫শ’ পরিবারের খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান এর পক্ষে খাদ্য সহায়তা গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ইমরান মাহমুদ ডালিম এবং আশার পক্ষে কুমিল্লার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার একেএম সেলিম আল রেজা, চাঁদপুরে কর্মরত জেলা ম্যানেজার মো. আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো. বশিরুল ইসলাম (বাসেদ) ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আরশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিজিওনাল ম্যানেজার মো. বশিরুল ইসলাম জানান, সারাদেশেই একযোগে আমাদের খাদ্য সহায়তা হস্তান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২শ’ পরিবার করে ১ হাজার ৬শ’ পরিবার এবং জেলা প্রশাসকের নিকট ৫শ’ পরিবারের খাদ্যসহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক প্যাকেটে ৫টি আইটেম অর্থাৎ চাল ১০ কেজি, আলু-২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও লবন ছিলো ১ কেজি। অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য আমাদের ৮শ’ টাকা বরাদ্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুর জেলায় ২হাজার ১শ’ পরিবারে আশার খাদ্য সহায়তা প্রদান

আপডেট: ১১:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

চাঁদপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে সারাদেশের ন্যয় চাঁদপুর জেলায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও দরিদ্র পরিবারগুলোর সহযোগিতায় ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট দুই হাজার ১শ’ পরিবারের জন্য খাদ্য সহায়তা হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋনপ্রদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন (আশা) চাঁদপুর জেলা ও উপজেলা অফিস।

সোমবার (১১ মে) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জন্য বরাদ্দ ৫শ’ পরিবারের খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান এর পক্ষে খাদ্য সহায়তা গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ইমরান মাহমুদ ডালিম এবং আশার পক্ষে কুমিল্লার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার একেএম সেলিম আল রেজা, চাঁদপুরে কর্মরত জেলা ম্যানেজার মো. আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো. বশিরুল ইসলাম (বাসেদ) ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আরশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিজিওনাল ম্যানেজার মো. বশিরুল ইসলাম জানান, সারাদেশেই একযোগে আমাদের খাদ্য সহায়তা হস্তান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২শ’ পরিবার করে ১ হাজার ৬শ’ পরিবার এবং জেলা প্রশাসকের নিকট ৫শ’ পরিবারের খাদ্যসহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক প্যাকেটে ৫টি আইটেম অর্থাৎ চাল ১০ কেজি, আলু-২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও লবন ছিলো ১ কেজি। অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য আমাদের ৮শ’ টাকা বরাদ্দ।