মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গরীব, কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে দশ কেজি হারে চাল ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
রায়শ্রী উওর ইউনিয়ন এান কমিটির সভায় ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন জানান এই পর্যন্ত সরকার থেকে প্রাপ্ত ১৫ টন চাউল,নগদ বিশ হাজার টাকা। মো:সেলিম পাটওয়ারী (লিটন)। চেয়ারম্যান।সকল মেম্বার ও দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি গনের মাধ্যমে সুন্দর ভাবে জনগণের মাঝে বিতরন করেন।এই পর্যন্ত কোন অনিয়ম হয় নাই। ৫/৫/২০ ইং সুষ্ঠু ভাবে এান বিতরনের পর ইউনিয়ন পরিষদের বাহিরে। মনির মেম্বার ও আজাদ এর মধ্যে যে মারামারি হয় তা দুঃক্ষ জনক বলেন। এই গঠনা ঠিক হয় নাই।সভায় উপস্থিত ছিলেন জনাব,মো:ফরিদ উল্ল্যাহ চৌধুরী।চেয়ারম্যান।শাহরাস্হি উপজেলা পরিষদ।এম,পি স্যারের প্রতিনিধি প্রফেসর জয়নাল আবেদীন,প্রফেসর তাসলিমা আক্তার।
মো: মোশাররেফ হোসেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রায়শ্রী উওর ইউনিয়ন। আওয়ামীলীগ সকল ওয়ার্ড সভাপতি/সেক্রেটারী ,নেএীবৃন্দু সহ সকল ইউপি মেম্বার ও সচিব মহদয়।সভায় পূর্বের মত মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি /সেক্রটারী সমন্বয়ে এানের তালিকা করার সিদ্ধান্ত হয়।বিতরনের জন্য মো:সেলিম পাটওয়ারী (লিটন)।চেয়ারম্যান।কে সার্বিক সহযোগীতা করবেন বলে একমত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, টেক অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান, বি আর ডিবি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, ইসলামি ফাউন্ডেশনের ফীল্ড সুপারভাইজার মোঃ জাবেদ হোসেন, ইউনিয়ন সচিব মোঃ আমির হোসেন, ইউপি সদস্য মোঃ হাবিবুল ইসলাম সুমন, মোঃ কামরুজ্জামান রিপন, মোঃ আবদুল গফুর, মোঃ মোবারক হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মনির চৌধুরী, মোঃ আবুল কাসেম, মোঃ আবুল ফয়েজ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রান বিতরন করা হয়েছে।