করোনায় লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়া শিক্ষার্থীসহ ১১৪ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।
আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মআদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লন্ডনফেরত যাত্রীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
লন্ডনে বাংলাদেশে হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া করা ওই বিশেষ বিমানটি রোববার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদ মুনা তাসনীম বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।
সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।