সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। আজ শনিবার নাটোরের লালপুর উপজেলার একজন করোনায় আক্রান্ত হওয়ায় নাটোরে মোট আক্রান্তের সংখ্যা হয় ১২ জন।
নাটোর জেলার সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলার। তার বাড়ি লকডাউন করা সহ তার সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের তালিকা করে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হবে।
সিংড়া উপজেলার ৫ জন,নাটোর সদর উপজেলার ৩ জন,গুরুদাসপুর উপজেলায় ২ জন এবং লালপুর উপজেলায় ২ জন করে নাটোরে মোট ১২ জন আক্রান্ত হয়।
আক্রান্তদের মধ্যে শনাক্ত হওয়ার আগেই একজনের মৃত্যু হয়েছে এবং সিংড়া উপজেলার একজন সুস্থ হয়েছে। আক্রান্ত বাকী ব্যক্তিরা প্রায় সুস্থ হওয়ার মধ্যে।