ঝিনাইদহ প্রতিনিধি:
করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সার্বিক তত্বাবধানে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্য্যালয়ে পৌরসভার ২ শত মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্তিত ছিলেন পৌর বিএনপি আহ্বায়ক আতিয়ার রহমান, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন রবি, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহবুবার রহমান মিলন সহ ছাত্রদল ,যুবদল, কৃষকদল নেতৃবৃন্দ।