নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৪৪ কেজি গাঁজাসহ দুইমাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের স্বাধীনতা চত্বর (মাদ্রাসা মোড়) এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পাবনার ঈশ্বরদীর জগন্নাথপুর ভাড়াইমারী গ্রামের আজিবর মালিথার ছেলে আরিফ মালিথা ভোলা(২৩) এবং একই উপজেলার জগন্নাথপুরের আলম বিশ্বাসের ছেলে ময়দান বিশ্বাস মুন্না(২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর শহরতলীর মাদ্রাসামোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪৪ কেজি গাঁজা সহ ওই দুইজনকে আটক এবং একটি ট্রাক জব্দ করে র্যাব। এঘটনায় নাটোর সদর থানায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।