কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মো. কামাল হোসেন বেপারীর উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো হাসান সরকার ও পুলিশ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি আস্থাভাজান মো. নবির হোসেন,প্রবাসী মো.কাদের বেপারী, মো. মোস্তফা বেপারীর সার্বিক সহযোগিতায় শুয়ারুল গ্রামের কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সকালে উপজেলার শুয়ারুল মৃধা বাড়ীতে অসহায় দিনমজুর কর্মহীন অপেক্ষামাণ মানুষদের নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে ২শত পরিবার মাঝে ৫কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি তৈল, আধা কেজি ডাল, ১কেজি লবন, ১কেজি আটা, ১কেজি সোলা বুট, ১কেজি পেয়াজ ও ১ টি সাবানসহ খাদ্য সামগ্রীবিতরণ করা হয়।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।