বাংলাদেশে প্রথম কোন সংসদ সদস্য করোনায় আক্রান্ত

  • আপডেট: ১০:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • ২১

ছবি-নতুনেরকথা।

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের শিকার হয়েছেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। সংগত কারণেই তার নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি দেশের উত্তরাঞ্চলের একটি আসনের সংসদ সদস্য। তিনি দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট জান যায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই সাংসদের বাসস্থানটি লকডাউন করে রাখা হতে পারে। উল্লেখ্য, আজ শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে। এর বিপরীতে ১৪ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাটিলা পূর্ব ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম কোন সংসদ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট: ১০:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০

অনলাইন ডেস্ক:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের শিকার হয়েছেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। সংগত কারণেই তার নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তবে তিনি দেশের উত্তরাঞ্চলের একটি আসনের সংসদ সদস্য। তিনি দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

জানা গেছে, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট জান যায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই সাংসদের বাসস্থানটি লকডাউন করে রাখা হতে পারে। উল্লেখ্য, আজ শুক্রবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে। এর বিপরীতে ১৪ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন।