ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব: ওবায়দুল কাদের

  • আপডেট: ০৪:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ৩৫

ওবায়দুল কাদের-ফাইল ছবি।

অনলাইন ডেস্ক:

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

সেতুমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের কেউ কেউ আজকে করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা কোনো নজির কোথাও নেই।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী বিশেষ করে মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব: ওবায়দুল কাদের

আপডেট: ০৪:০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

অনলাইন ডেস্ক:

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

সেতুমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের কেউ কেউ আজকে করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা কোনো নজির কোথাও নেই।

পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী বিশেষ করে মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।