টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

  • আপডেট: ০১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • ২৪
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের শাহপরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকায় বিজিবির সাথে গোলাগুলিতে জাফর নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২ লক্ষ ইয়াবার চালান,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, শাহপরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল গভীর রাত সাড়ে ১১টার দিকে বিজিবির একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নেয়। হঠাৎ রাতের অন্ধকারে মাদক কারবারে জড়িত ৪/৫ জন লোক একটি নৌকা নিয়ে মিয়ামনার জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর সংকেত দিলে নৌকায় থাকা মাদক ব্যবসায়ীরা নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে বিজিবি তাদের দাওয়া করে। একপর্যায়ে মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করে।
বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত মাদক কারবারী হচ্ছে টেকনাফ সাবরাং ইউনিয়ন নয়াপাড়া এলাকার মৃত জবর মুল্লুকের পুত্র জাফর আলম (৩০)।
এদিকে বিজিবি ঘটনাস্থল তল্লাশী করে ৬ কোটি টাকা মুল্যের ২ লক্ষ ইয়াবা,দেশীয় তৈরী ১টি অস্ত্র,১ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সল হাসান খাঁন (পিএসসি)।
তিনি বলেন, বিপদের এই ক্লান্তি লগ্নেও মাদক পাচারে জড়িত অপরাধীদের অপকর্ম থেমে নেই তারা বিভিন্ন কৌশলে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে মাদক কারবারীদের নির্মুল করার জন্য সীমান্ত প্রহরী বিজিবির চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আপডেট: ০১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের শাহপরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকায় বিজিবির সাথে গোলাগুলিতে জাফর নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২ লক্ষ ইয়াবার চালান,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, শাহপরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল গভীর রাত সাড়ে ১১টার দিকে বিজিবির একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নেয়। হঠাৎ রাতের অন্ধকারে মাদক কারবারে জড়িত ৪/৫ জন লোক একটি নৌকা নিয়ে মিয়ামনার জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর সংকেত দিলে নৌকায় থাকা মাদক ব্যবসায়ীরা নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে বিজিবি তাদের দাওয়া করে। একপর্যায়ে মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করে।
বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত মাদক কারবারী হচ্ছে টেকনাফ সাবরাং ইউনিয়ন নয়াপাড়া এলাকার মৃত জবর মুল্লুকের পুত্র জাফর আলম (৩০)।
এদিকে বিজিবি ঘটনাস্থল তল্লাশী করে ৬ কোটি টাকা মুল্যের ২ লক্ষ ইয়াবা,দেশীয় তৈরী ১টি অস্ত্র,১ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সল হাসান খাঁন (পিএসসি)।
তিনি বলেন, বিপদের এই ক্লান্তি লগ্নেও মাদক পাচারে জড়িত অপরাধীদের অপকর্ম থেমে নেই তারা বিভিন্ন কৌশলে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে মাদক কারবারীদের নির্মুল করার জন্য সীমান্ত প্রহরী বিজিবির চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।