বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাজাপুর গ্রামের মৃত মুক্তি যুদ্ধা শাহ আলম ভূইয়ার বড় ছেলে মাহবুব আলম মানিক করনা ভইরাস (কোবিড-১৯) এ আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ঢকা চকবাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। ব্যবসা করার সুবাদে সে পরিবার নিয়ে লালবাগে ভাড়া বাসায় থাকেন।
গত মাসের ৬/৭ তারিখ থেকে তিনি ঠাডান্ডা জনিত শ্বস কষ্ট,জ্বর, উচ্চ রক্ত চাপ, ডায়বেটিস সহ নানাহ সমস্যায় ভূগছেন। আর এই সমস্যাগুলি প্রকট আকার ধারন করায় গত ১৯ এপ্রিল বিকেল তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার করোনা ইউনিটে ভর্তির পরামর্শ দেন। আর ভর্তি করানোর পরপরই তাকে অক্সিজেন দেওয়া হয় এবং তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। আর তার কিচুক্ষন পর বিকেল সাড়ে ৫টায় সে মৃত্যুবরণ করেন।
২১ এপ্রিল করোনা রিপোর্ট পজেটিভ আসায় ঢাকা মেডিকেল এর দায়িত্ব প্রাপ্ত লোকজন খিলগাঁও তালতলা কবরস্থানে রাত ৮টায় সময় কবরস্থ করেন।
মৃত্যু কালে তার স্ত্রী ও দুই পুত্র সন্তান হিমেল (৯) ও মহাদি (৬) কে রেখে যান। মাহবুব আলমের পরিবারে সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
মৃতের ছোট ভাই প্রতিবেদককে জনান কাল পরিবারের বাকি সদস্যদের করনা টেষ্ট সম্পন্ন করবে। বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন।