হাজীগঞ্জ, ১১ এপ্রিল, শনিবার:
৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের উদ্যোগে স্বচ্ছ তালিকার মাধ্যমে দূঃস্থদের মাঝ ত্রাণ বিতরণ চলছে।
যখন চার দিকে ত্রাণের চাউল চুরির সংবাদ আসছে সে মূহুর্তে ইউপি চেয়ারম্যানের এ কার্যক্রম প্রশংসার দাবী রাখছে।
সরকারী জিআর বরাদ্ধের চাল ভাতাভোগীদের মাঝে বন্টন ছাড়াও তিনি সরকারী নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে চলেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন। এছাড়াও চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ইউনিয়নের জনগনকে সরকারী নির্দেশনা পালন করার জন্য উপদেশ দিয়ে যাচ্ছেন। তাঁর পরিষদের সদস্যদের নিয়ে তিনি প্রতিদিন মানবসেবায় নিয়োজিত রয়েছেন।
তিনি জনসচতনতার লক্ষে প্রতিটি বাড়ি বাড়ি ও হাট-বাজারগুলোতে করোনা সংক্রমন থেকে বাঁচতে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ অব্যাহত রেখেছেন৷ করোনা ভাইরাইস সম্পর্কে তিনি ইউনিয়নের প্রতিটি মসজিদের মাইকে সচেতনতার সৃষ্টির লক্ষে মানবিক কাজ করে যাচ্ছেন।
ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন বলেন, যখনই সরকারী নির্দেশনা আমার কাছে এসে পৌছে তখনই বসে না থেকে সেই নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে কাজ করি। এখন পর্যন্ত আমার ইউনিয়নের একটি লোকও বলতে পারবেনা যে চেয়ারম্যানের কাছে গিয়ে খালি হাতে ফেরত এসেছে। আমি সরকারী অনুদানের পাশাপাশি নিজ উদ্যেগেও মানুষের জন্য কিছু করে যাচ্ছি। তারপরও যেন এই ইউনিয়নের মানুষ ভালো থাকে এবং সুস্থ্য থাকে।