ওমর ফারুক সাইম॥
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দীন লিটন।
জসীমউদ্দীন লিটন তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু (৫০) বুধবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে বাখৈয়া মিয়াজী বাড়ির পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। আতাউর রহমান মিন্টুর মৃত্যুতে এলকায় শোকের মাতম বিরাজ করছে।