হাজীগঞ্জ, ৯ এপ্রিল, বৃহস্পতিবার:
বৈশ্বিক মহামারি দূর্যোগের কারণে বিপদে পড়েছে শত শত খেটে খাওয়া দিন মজুর। এসব খেটে খাওয়া মানুষের জন্য বাড়ী বাড়ী নিত্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা পৌর এলাকার দিনমজুর অসহায় পরবারের মাঝে অনুদান বিরতণ করেন তিনি। ৮ এপ্রিল বুধবার সকালে মেয়র লিপন মানুষের ঘরে ঘরে গেলে মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, আপনারা আপনার ঘরে নিরাপদে থাকুন, আমি ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিবো। যে যার অবস্থান থেকেই সরকারের নির্দেশনা মেনে সতর্কতা অবলম্বন করে চলুন এবং পরিবার পরিজন সহ প্রতিবেশীদেরও ঘরে অবস্থান করে ঝুঁকিমুক্ত ও নিরাপদে থাকুন।
নিম্ম আয়ের দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারদের সহযোগীতার হাত বাড়াতে হবে। শুধু সরকারি অনুদান নয়, যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের বিনীতভাবে অনুরোধ করেন তিনি।
এ ছাড়াও ডেঙ্গু মশা প্রতিরোধের লক্ষ্যে পৌর এলাকার ১০, ১১, ১২ নং ওয়ার্ডে রাস্তায়, পরিবহনে জীবানুনাশক স্প্রে ও মশক নিধন ওষুধ ছিটানো হয় এবং জনসাধারণের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানেটাইজার বিতরন, সচেতনতা ও সর্তকীকরণ মাইকিং ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় স্থানীয় কাউন্সিলর ও পৌর প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।