হাজীগঞ্জ, ৭ এপ্রিল, মঙ্গলবার॥
চৈত্রের তপ্ত দুপর। প্রচ- গরম। চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ বাজারে দক্ষিণা বাতাস বইছে। বাতাসের সাথে আসছে ভ্যাপসা গরম। পুরো বাজার প্রায় জনশূণ্য তপ্ত রৌদ্রে লাঠি হাতে “ঘরে থাকলে ভালো থাকবেন, করোনা আপনাকে ছুঁবেনা” শুধু সাধারণ মানুষকে রোগ থেকে রক্ষা করতে পুলিশের কাজ চলছে।
হাজীগঞ্জ বাজারের পূর্বে পৌরসভা পশ্চিমে বিশ^রোড সব স্থানে ব্যারিকেড দিয়ে মানুষকে বাজারে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
অপর দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি তিনিও বসে নেই। গ্রাম থেকে কখনে কখনো ছুটছেন গ্রামে। বসে তো নেই। কাজই তাদের সব।
এভাবে হাজীগঞ্জবাসিকে ভালো রাখার জন্য কাজ করছেন হাজীগঞ্জ থানার পুলিশ বাহিনী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, আমরা প্রতিদিনই কাজ করছি। দিন রাত ২৪ ঘন্টায় আমাদের কাজ করতে হয়। রাতের বেলাতে বাজার ও গ্রামে ভিন্ন ভিন্নভাবে ডিউটি করতে হয়।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ বাড়ী থেকে বের না হওয়াটাই ভালো। যদি একান্ত প্রয়োজন হয় তাহলেই মাত্র বের হবে।