ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রতিনিধি ॥
কোন প্রকার দুষণ ছাড়াই পরিবেশ বান্ধব পরিবেশে, উন্নতমানের ইট তৈরী হচ্ছে কচুয়া উপজেলার চাপাতলী গ্রামে গাউছুল আজম ব্রিকফিল্ড ।
এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ সহ কয়েকশ বেকার মানুষের।
জানা গেছে, কচুয়া উপজেলা ১১নং গোহট ইউনিয়নের চাপাতলী এলাকার অধিবাসী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন মজুমদারের উদ্যোগে ২০১২ সালে গোহট ইউনিয়নে চাপাতুলী মৌজার চাপাতুলী গ্রামে ৪ বিগা জমির উপর গাউছুল আজম ব্রির্কস কারখানাটি স্থাপন করা হয়। এই কারখানায় উৎপাদিত ইট ইতোমধ্যে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে । প্রতিষ্ঠানটির প্রোপ্রটর
মো. মনির হোসেন মজুমদার জানান, দেশে প্রচালিত ইটভাটা গুলোয় ব্যাপক পরিবেশ দূষণ হয়। এছাড়া ইটের মানও হয় নিন্মমানের। এ ধারণাকে পাল্টাতে এই কারখানাতেই সবচেয়ে কম কাবর্ন নিঃসরণকারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অতি উন্নতমানের শক্তিশালী ইট উৎপাদন করা হচ্ছে।
তিনি আরো জানান, গাউছুল আজম ব্রিকফিল্ড ইটভাটা দিয়ে কচুয়া, হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে রাস্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজস্বয় বভন নির্মানী কাজে ব্যবহৃত করছেন, আমার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার পরে থেকে ভালো মানের ইট তৈরী হচ্ছে। এখনো পর্যান্ত কোনো নি¤œমানের ইট তৈরী করছি এইবলে কেউ অভিযোগ দিতে পারেন না। আমি আশাকরি ভবিষ্যতে ইটভাটার ব্যাপারে কোনো অভিযোগ দিবেনা। আমি সবসময় ভালো মানের ইট উৎপাদন করে যাবো।
শিরোনাম:
কচুয়ায় পরিবেশ বান্ধব উন্নতমানের ইট তৈরী হচ্ছে গাউছুল আজম ব্রিকফিল্ড ইট ভাটায়
Tag :
সর্বাধিক পঠিত