ক্রীড়া ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ার হতে যাচ্ছেন। নিজের গোটা খেলোয়াড়ি জীবনে এক বিলিয়ন ডলারেরও বেশি আয় হতে চলেছে তার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দরুন নিজের ক্লাব জুভেন্টাস থেকে চার মাসের বেতন চার মিলিয়ন ইউরো নেবেন না তিনি। তা সত্ত্বেও এক বিলিয়ন ডলার আয় হবে রোনাল্ডোর।
ফোর্বস ম্যাগাজিনের দেয়া হিসাব অনুযায়ী, ১৮ বছরের ক্যারিয়ারে এই সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ তারকার আয় হবে এক বিলিয়ন ডলার। গত বছর রোনাল্ডোর উপর্জন হয়েছে ১০৯ মিলিয়ন ডলার।
এর আগে বাস্কেটবলের মাইকেল জর্ডান, গলফের টাইগার উডস, বক্সিংয়ের ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ের মাইকেল শুমাখার বিলিওনিয়ার ক্লাবের সদস্য হয়েছেন।