আজকের বড় মসজিদের এশার জামাতের
মুসুল্লিহীন দৃশ্য।
.
লিখেছেন জামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস
ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মানিত পেশ
ইমাম মুফতী আবু সাঈদ সাহেব।
.
হাজিগঞ্জ ঐতিহাসিক বড়মসজিদ এভাবে প্রাণহীন হয়ে পড়েছে…
যে মসজিদে সব সময় মানুষের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, গুনগুনানি মোনাজাতে মুখরিত ছিল কিন্তু আজকে যেন এক অপরিচিত মসজিদে পরিণত হয়েছে৷ অর্ধশতাধিক কাতার শূন্য হয়ে পড়ে আছে মসজিদে রাখা কুরআন শরীফ, রেহালগুলো কেউ ধরছে না ওযুখানায় ওযুর জন্য কেউ ভিড় করছে না ৷মসজিদের মাইকবক্সগুলো থেকে নামাজের আওয়াজ আসছে না৷ নিথর , নিস্তব্ধ হয়ে পড়ে আছে শত শত মানুষের এক সাথে নামাজ আদায় কারার জন্য ঢল নামার এই বিশাল মসজিদ৷
.
আজকের এশার নামাজের চিত্র এশার নামাজে আমি সহ পাঁচ জন প্রথমে দাঁড়াই এরপর নামাজ শেষে দেখি মসজিদের খাদেমসহ আরও সাতজন যুক্ত হয় এই হল আজকের মোট মুসল্লী সংখ্যা ৷
মসজিদের এই করুণ দৃশ্য দেখে হাউমাউ করে কান্না আসছিল … কবে জানি এই অবস্থা থেকে আমরা উত্তরণ পাই আল্লাহপাক ভালো জানেন৷ হে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদরকে ধ্বংস করে দিও না আমাদেরকে তওবার সুযোগ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও পৃথিবীকে স্বাভাবিক করে দাও৷