শাহানা আকতার॥
চাঁদপুরের হাজীগঞ্জে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনী ও পুলিশ। সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ হাজীগঞ্জ বাজারের পশ্চিম বাজার বিশ^রোড হইতে সচেতনতামূলক মাইকিং পাশাপাশি সমাজিক দূরত্ব তৈরী করতে বিভিন্ন দোকানের সামনে চক দিয়ে গোল চিহ্ন এঁকে দেন।
আরো পড়ুন: করোনা ভাইরাস সন্দেহে: চাঁদপুর সদরেই তিনটি বাড়ি লকডাউন
একই সময়ে বাজারের ২টি দোকানে বাজারের মূল্যের চেয়েও অধিক মূল্যে খাদ্য দ্রব্য বিক্রয় করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রায় ২ ঘন্টা হাজীগঞ্জ বাজারে সেনাবাহিনী অবস্থান করে। বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা সাধারণ মানুষদের বাড়ীতে পাঠিয়ে দেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ করেন।
আরো পড়ুন: এবার করোনার ওষুধ আবিষ্কার করল ইরান
সেনাবাহিনী যাওয়ার পরেই আবারো মানুষের ঢল নামে হাজীগঞ্জ বাজারে।