মতলবে চলাচলের পথে টয়লেট নির্মাণ

  • আপডেট: ০৩:২২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
  • ০ Views

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলাধীন উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ বহরী বেপারী বাড়ীর এজমালী চলাচলের পথে টয়লেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ এপ্রিল সকালে সিরাজুল ইসলাম বেপারী এ টয়লেট নির্মান করে।

এলাকার হানিফ বেপারী ও জয়নাল বেপারী জানান, ঐ দিন সকালে মৃত আবুল বেপারীর ছেলে সিরাজুল ইসলাম বেপারী একই বাড়ীর সকলের চলাচলের এজমালী রাস্তায় টয়লেট নির্মান করার চেষ্টা করে। পরে বেপারীর বাড়ীর লোকজন তাকে বাধা দিলে সিরাজুল ইসলাম বেপারী ও তার ছেলে মোস্তফা বেপারী তাদেরকে মারধর করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। মোস্তফা বেপারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এজমালী রাস্তায় টয়লেট নির্মান করে। কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ দিয়ে হয়রানি করার জন্য হুমকি প্রদান করে।

তারা আরো বলেন, সকলের সম্মতিতে জায়গা পরিমাপ করেই এজমালী রাস্তা নির্মান করা হয়েছে। সিরাজ বেপারী ও মোস্তফা বেপারী ঐ এজমালী রাস্তায় টয়লেট নির্মান করছে।

সিরাজুল ইসলাম বেপারী বলেন, আমার নিজস্ব জায়গাতেই টয়লেট নির্মান করছি। এতে কেউ বাধা দিলে ভাল হবে না।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

মতলবে চলাচলের পথে টয়লেট নির্মাণ

আপডেট: ০৩:২২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলাধীন উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ বহরী বেপারী বাড়ীর এজমালী চলাচলের পথে টয়লেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ এপ্রিল সকালে সিরাজুল ইসলাম বেপারী এ টয়লেট নির্মান করে।

এলাকার হানিফ বেপারী ও জয়নাল বেপারী জানান, ঐ দিন সকালে মৃত আবুল বেপারীর ছেলে সিরাজুল ইসলাম বেপারী একই বাড়ীর সকলের চলাচলের এজমালী রাস্তায় টয়লেট নির্মান করার চেষ্টা করে। পরে বেপারীর বাড়ীর লোকজন তাকে বাধা দিলে সিরাজুল ইসলাম বেপারী ও তার ছেলে মোস্তফা বেপারী তাদেরকে মারধর করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। মোস্তফা বেপারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এজমালী রাস্তায় টয়লেট নির্মান করে। কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ দিয়ে হয়রানি করার জন্য হুমকি প্রদান করে।

তারা আরো বলেন, সকলের সম্মতিতে জায়গা পরিমাপ করেই এজমালী রাস্তা নির্মান করা হয়েছে। সিরাজ বেপারী ও মোস্তফা বেপারী ঐ এজমালী রাস্তায় টয়লেট নির্মান করছে।

সিরাজুল ইসলাম বেপারী বলেন, আমার নিজস্ব জায়গাতেই টয়লেট নির্মান করছি। এতে কেউ বাধা দিলে ভাল হবে না।