যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

  • আপডেট: ০৮:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৭০

অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর দেশটির রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার এমন বার্তা দেন। খবর মেট্রো’র। জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা। তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

গতকাল আইআরজিসি জানায়, ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় আমেরিকান গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। হরমুজগান প্রদেশের কুহ মুবারক এলাকা দিয়ে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের।

অন্যদিকে ইরানের মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি সঠিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাদের দাবি ড্রোনটি ইরানের সীমায় নয়, বরং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছিলো। এ ঘটনাকে ‘উসকানি’ বলেও বর্ণনা করেছে মার্কিন বাহিনী।

Tag :
সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৪’শ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ম্যারাথন প্রতিযোগিতা

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

আপডেট: ০৮:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯

অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর দেশটির রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার এমন বার্তা দেন। খবর মেট্রো’র। জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা। তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

গতকাল আইআরজিসি জানায়, ইরানের ভূখণ্ডে অনুপ্রবেশের সময় আমেরিকান গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। হরমুজগান প্রদেশের কুহ মুবারক এলাকা দিয়ে ওড়ার সময় এটি ভূপাতিত করা হয়। ভূপাতিত ড্রোনটি আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের।

অন্যদিকে ইরানের মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি সঠিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাদের দাবি ড্রোনটি ইরানের সীমায় নয়, বরং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছিলো। এ ঘটনাকে ‘উসকানি’ বলেও বর্ণনা করেছে মার্কিন বাহিনী।