কচুয়া প্রতিনিধি ॥
প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবার মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের নিদের্শে কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম রাসেলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে(৩১ই মার্চ) সকালে সদর ইউনিয়নের আন্দিরপাড়, দৌলতপুড়,কাজকামতা, বদরপুড়, কোমরকাশা বিভিন্ন গ্রামের বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ১২০টি পরিবারের মাঝে ৫ কেজি চাল,ডাল, আলু,তৈল, পেয়াজ ও সাবানসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে করোনা সংক্রমণ রোধে ৭নং সদর ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও বাড়ি ঘরের আশপাশে আঙ্গিনায় বিশুদ্ধকরণ জীনাণুনাশক স্প্রেও করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.রবিউল ইসলাম রাসেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের নিদের্শে তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।
প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।
এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হাসানাত, ইউনিয়ন ছাত্রলীগে সাধারন সম্পাদক মো.পারভেজ মোশারফ,ইউনিয়ন ছাত্রলীগে সাবেক সভাপতি মো. সাজ্জাত হোসেন,স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
কচুয়ায় অসহায় দিনমুজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Tag :
সর্বাধিক পঠিত