কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে মাদ্রাসার মিলনায়তনে কেক কেটে, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা, মো.দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলম, মহাদিস মাও.নুরুজ্জামান, মাও. মাহবুব আলম প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।