কচুয়া প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদে এ উপলক্ষ্যে কোরআন খতম,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে এসময় আলোচনা করেন, ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার, ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ আরো অনেকে।
পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইউপি সদস্য মাওলানা মো: মামুনুর রশিদ।
এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক অহিদ রাজা, রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন ইমন, ছাত্রলীগ নেতা সবুজ পাটওয়ারী, জাহিদ ও ইব্রাহিম পাটওয়ারীসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।