কচুয়া প্রতিনিধি ॥
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কচুয়ায় ‘ওয়ান জিরো জিরো’ ব্যতিক্রমী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে কচুয়া পৌরসভাধীন ১৩৩নং কড়ইয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শতাধিক হতদরিদ্রদের মাঝে চাল,ডাল ও করোনা থেকে রক্ষা পেতে প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা’র সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের অন্যতম আয়েজক ও উদ্যোক্তা,বিসমিল্লাহ স্টোরের পরিচালক ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন,কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সহ-সভাপতি মানিক ভৌমিক,সাবেক কাউন্সিলর আব্দুর রহিম,কড়ইয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক আবু সালেহ মোহাম্মদ জাফর প্রমুখ। এসময় এলাকার শতাধিক হতদরিদ্র ও বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি সোহেল ভূঁইয়ার উদ্যোগে