মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার পাঁচানী চৌরাস্তা বাজার সংলগ্ন ভারকপ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরস্কার বিতরণ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। পাঁচানী যুব সমাজ সংগঠনের সার্বিক সহযোগিতায় ১৬ মার্চ বিকেলে বিদ্যালয় ক্যাম্পাসে মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান নীলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মুরাদ আফজাল প্রামানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. লোকমান হোসেন, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেনের সভাপতি একেএম আজাদ, মতলব উত্তর প্রেসক্লাব ও মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেনের সভাপতি একেএম আজাদসাধারণ সম্পাদক এস কে শহীদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাছলিমা আক্তার, অভিভাবক কাজী আবুল কাশেম মানিক, খোকন সরকার, মিলন সরকার।
বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোহা. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন, আয়েশা আক্তার, খাদিজা আক্তার, ফারজানা আক্তার’সহ শিক্ষক, অভিভাবক ও রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেনের আওতাভুক্ত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
মুরাদ আফজাল প্রামানিক বলেছেন, মানুষের সেবায় কাজ করতে আগামি প্রজন্মের শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। নৈতিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে খেলাধুলা, সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের জন্য নিয়ামকের ভূমিকা পালন করে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে কেননা সহ-শিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
তিনি বহিঃবিশ্বের সাথে যোগসুত্র স্থাপনে শিক্ষার্থীদের প্রতি ইংরেজী ও আইটি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
শিরোনাম:
মতলব উত্তরে ভারকপ কিন্ডার গার্টেনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Tag :
সর্বাধিক পঠিত