মতলব প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে মতলব দক্ষিণ উপজেলার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দিনে শিশু কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রদান করে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
পশ্চিম পাকিস্তানের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসর্কোস ময়দানে লক্ষ জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
পরে ৭ মার্চ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে’র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন তালুকদার (তুহিন), সহ সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, ইউপি সদস্য মোঃ সুরুজ্জামান, আ’লীগ নেতা মোঃ শাহীন তালুকদার, অভিভাবক মোঃ মনির হোসেন ঢালী, বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা আক্তার, খুকি আক্তার, সাবিনা ইয়াসমিন প্রমুখ।